Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মাসিক সভার সিদ্ধান্ত সমূহ

 
অদ্য ২০ /০৪/২০১৩খ্রিঃ তারিখে ইউ/পি কর্যালয়ে  মাসিক সাধারন সভা অনুষ্টিত হয়। উক্ত সভায়
সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব  জগলুল হায়দার।



উপস্থিত সদস্যবৃন্দের স্বার হাজিরা খাতায় সংরতি।

আলোচ্যসূচী ঃ     ১. বিগত সভার কার্যবিবরণী পাঠ ও তা অনুমোদন।
               ২.খেয়াঘাট ও খোয়াড় নিলাম প্রসঙ্গে।
        ৩. ২০১৩-২০১৪ অর্থ বৎসরের বার্ষিক  বাজেট ।
        ৪. বিবিধ।
অদ্যকার সভায় সভাপতি সাহেব  উপস্তিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে সভার কাজ আরম্ভ করেন। অতপর বিগত সভার কার্যবিবরনী পাঠ করে শুনানো হয় এবং কোন প্রকার সংশোধনী ছাড়া তা অনুমোদিত হয়।

    ২নং আলোচ্য সূচী অনুযয়ী সভাপতি সাহেব বলেন যে, বিগত মাসের মাসিক সাধারন সভার সিদ্ধান্ত মোতাবেক পর পর তিনবার নিলাম বিঞ্জপ্তি দেওয়া হয়েছে কিন্তু কোন ইজারা কারী পাওয়া যায়নি। পুরাতন নিলাম গ্রহণকারীর দরখাস্থটি সভায় উপস্থিত সদস্যবৃন্দের সামনে পাঠ করে শুনানো হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সকলের সর্বসম্মতিতে সিরাজ উদ্দিনকে খেয়াঘাট প্রদানের সিদ্ধান্ত হয়।
      ৩নং আলোচ্য প্রস্তাবে সভাপতি সাহেব সভায় বলেন যে, ওয়ার্ড সভা শেষ । মে মাসের ২০তারিখের মধ্যে বাজেট ঘোষনা করতে হবে। প্রত্যেক বৎসরের মত এ বারও তা করতে হবে২০১৩-২০১৪ অর্থ বৎসরের বার্ষিক বাজেট ঘোষণার সম্ভাব্য তারিখ ১৬/৫/২০১৩ নির্ধারন করা হলো। সরকারী কাজে সুযোগ- সুবিধা বুঝে তা পরিবর্তন করা হলে সকলের মতামত নিয়ে তা করা হবে বলে সিদ্ধান্ত হয়।
 আর কোন আলোচনা না থাকায় সভাপতি সকলকে ধন্যবাদ দিয়ে সভা সমাপ্ত করেন।
       



                                                                                                                                               
                                                                                    জগলুল হায়দার
                                                                                       চেয়ারম্যান                                                                                                                 পশ্চিম পাগলা ইউনিয়ন
                                                                                   দক্ষিণ সুনামগঞ্জ